আগের ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। নেলসনে সৌম্য সরকারের স্মরণীয় ১৬৯ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। এবার নেপিয়ারে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানেই হারিয়েছে টাইগার বাহিনী। দারুণ এ জয়ে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশও এড়াল বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ৩১.৪ ওভারে নিউজিল্যান্ড অলআউট হয় মাত্র ৯৮ রানে। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয়ের একমাত্র উইকেটটি হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এনামুল করেন ৩৩ বলে ৩৩ রান। ১৬ বল খেলে ৪ রান করে ব্যথা পেয়ে উঠে যান সৌম্য। তবে অধিনায়ক শান্ত ৪২ বলে ৫১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
আর এ জয়ের মাধ্যমে তাসমান পারের দেশটিতে টানা ১৮ ওয়ানডে হারের বৃত্ত ভাঙল বাংলাদেশ। অন্যদিকে এ পরাজয়ে কিউইদের একটি গর্বের পথচলাও থামল। দেশের মাটিতে সব প্রতিপক্ষ মিলিয়ে টানা ১৭ ওয়ানডে জয়ের পর হেরে গেল তারা। বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচটি জিততে পারলেই কিউইরা ছুঁয়ে ফেলত অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড।
নিউজিল্যান্ডের সেই যাত্রায় মূলত বাদ সেধেছে বাংলাদেশের পেস আক্রমণ। ৭ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। আরেক পেসার শরিফুল ইসলাম নিয়েছেন ২২ রানে ৩ উইকেট। এ দুজনের তোপেই কিউইরা পথ খুঁজে পায়নি। পরে অবশ্য মিডিয়াম পেসার সৌম্যও পেয়েছেন ৩ উইকেট। তবে ম্যাচসেরা হয়েছেন সাকিব। কিউইদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন উইল ইয়াং। টম লাথাম ২১, জস ক্লার্কসন ১৬ ও আদিত্য অশোক ১০ রান করেন।
উইকেটের হিসাবে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। তাদের বিপক্ষে ২০৯ বা তার বেশি বল হাতে রেখে এর আগে কখনও ওয়ানডেতে জেতেনি বাংলাদেশ।