নাসিক ৬নং ওয়ার্ডে খালেদা জিয়ার সুস্থতায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য দোয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যােগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল  এসওরোড মেঘনা ডিপো সংলগ্ন এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ৬নং ওয়ার্ডে সকল সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের শক্ত হাতে দমন করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমাদেরকে জানানোর আহ্বান জানাচ্ছি। দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এসময় দোয়া অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান মৃধা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর,  নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য কামাল হোসেন, মো: রুবেল হোসেন মিন্টু, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ওয়াসিম আসলাম, সহ-সভাপতি হানিফ বেপারী, যুবদল নেতা রুহুল আমিন, সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম বাবু, স্বপন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।