নাশকতা করে নির্বাচন বানচাল করতে চাইলে ক্ষমা নেই : সিলেটে প্রধানমন্ত্রী

হত্যা, খুন, নাশকতার মাধ্যমে যারা নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের কাউকেই ক্ষমা করবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের হযরত শাহজালালের (দ.) মাজার জিয়ারত শেষে বাইরে এসে সাংবাদিকদের কাছে তিনি তাঁর প্রত্যয়ের কথা জানান। ৩৬০ আউলিয়ার দেশ সিলেট থেকে প্রতি নির্বাচনের আগেই আনুষ্ঠানিক নির্বাচন প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এবারও সিলেট হযরত শাহজালাল (দ.) মাজার জিয়ারত করতে আসেন তিনি। এ সময় বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানা তার সঙ্গে ছিলেন। মাজারের খাদেম সামুন মাহমুদ খান জানান, বরাবরের মতই কোরআন তেলাওয়াত ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগ সভাপতি। সময় মাজারের আওয়ামী লীগ সভাপতির সফর সঙ্গিরাও মোনাজাতে অংশ নেন। মোনাজাতের পর বাইরে এসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলে, নিরাপত্তা উপেক্ষা করে তাদের আহবানে সাড়া দেন শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, এদেশের মানুষ ভোট দিতে চায়। কিন্তু নাশকতার মাধ্যমে সেই রাস্তা রুদ্ধ করতে চায় বিএনপি-জামাত জোট। প্রধানমন্ত্রী হিসেবে এই নাশকতা রুখতে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে, কঠোর হওয়ার কথা জানেন শেখ হাসিনা।