চলমান নারী বিশ্বকাপে একইদিনে বিদায় নিয়েছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চলছে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপে এর আগে তিনবার অংশ নিলেও জয়টা অধরাই থেকে গেছে আকাশী-সাদা জার্সিধারীদের আর্জেন্টিনার । এবারের আসর থেকে কোনো ম্যাচেই জয়ের দেখা না পেয়ে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।
অপরদিকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়েও লাভ হলো না ব্রাজিলের মেয়েদের। খর্বশক্তির দল জ্যামাইকার সঙ্গে ড্র করে চলমান নারী ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় বলতে হচ্ছে সেলেসাও নারীদের।
বিশ্বকাপে টিকে থাকতে হলে বুধবারের (0২ আগস্ট) ম্যাচে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের। এমন সমীকরণের দিনে মেলবোর্নে ফিফা র্যাঙ্কিংয়ের ৪৩ নম্বরে থাকা জ্যামাইকার বিপক্ষে গোলশূন্য ড্র করায় বিদায় নিল লাতিন আমেরিকার দেশটি।
এর ঘন্টাখানেক আগেই আর্জেন্টিনাকে বিদায় করেছিল সুইডেন। অন্তত একটি জয়ের প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ডে পা রেখেছিল আর্জেন্টিনার মেয়েরা। নকআউট পর্বে যেতে সুইডেনের সঙ্গে ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না আর্জেন্টাইন নারীদের জন্য।
কিন্তু ‘মাস্ট উইন’ ম্যাচটিতেও কাজের কাজ করতে ব্যর্থ তারা। জয় দূরে থাক, প্রতিপক্ষের গোলমুখে জোরালো কোনো আক্রমণই করতে পারেনি তারা। বিপরীতে রেবেকা ব্লুমভিস্ট আর এলিন রুবেনসেনের গোলে ম্যাচ জিতে নিয়েছে সুইডেন।