ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি টাই করেছে বাংলাদেশের মেয়েরা। যার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি সমতা হয়েছে। আর এ কারণে বিশাল অঙ্কের বোনাস পাচ্ছেন নারী ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ৩৫ লাখ টাকার অর্থ পুরষ্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা। রোববার (২৩ জুলাই) টিম হোটেলে নারী দলের সাথে দেখা করে ৩৫ লক্ষ্য টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।
দলের সব ক্রিকেটার এবং ম্যানেজিং স্টাফরা মিলে পাবে ২৫ লাখ টাকার অর্থ পুরষ্কার। এছাড়াও ভারত সিরিজে যারা ভালো পারফর্ম করেছেন তাদের আলাদা করে ১০ লাখ টাকার বোনাস দিচ্ছে বোর্ড।
এই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ১০৭ রানের ঐতিহাসিক একটি ইনিংস খেলেন ফারজানা হক পিংকি। বাংলাদেশ নারী দলের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম সেঞ্চুরি। এমন সেঞ্চুরির কারণে বিসিবির কাছ থেকে আলাদাভাবে দুই লাখ টাকা পাচ্ছেন ফারজানা।
এর আগে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ নারী দল। ভারতকে বৃষ্টি আইনে ৪০ রানে হারায় দলটি। যদিও দ্বিতীয় ওয়ানডেতে খুব বাজেভাবেই হারে বাংলাদেশ। সেই ম্যাচটি ভারত নারী দল জিতে নেয় ১০৮ রানের বিশাল ব্যবধানে। আর শেষ ম্যাচটি টাই করে ভারতের মেয়েরা।