নারী উদ্যোক্তা তৈরি ও নতুন প্রকল্পে চীনকে সহায়তার আহ্বান
তথ্য-প্রযুক্তিতে নারীর সক্ষমতা বাড়ানোর আহ্বান
বাংলাদেশে নারীর কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি, তথ্য-প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বাড়ানো, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ এবং নতুন প্রকল্পে চীনকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের কক্ষে ইন্দিরার সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশে নারীর কর্মসংস্থান, উন্নয়ন, ক্ষমতায়ন ও সমতা অর্জন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে নারীর সমঅধিকারের বিষয় নিশ্চিত করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি ও শিশুর উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।