নারায়ণগঞ্জে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

“জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে” শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ বন্দর থানা হেযবুত তওহীদ।

গত বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ বন্দর একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্দর থানা হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক কিরণ ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্পাদক ও দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক রূফায়দাহ পন্নী। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ২২,২৩,২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাওন অংকন।

আয়োজিত এ অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শিউলি নওশাদ, সংরক্ষিত কাউন্সিলর ১৯,২০,২১ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন প্রধান শিক্ষক একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্দর, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম কমান্ডার ২৩ নং ওয়ার্ড নাসিক, মোঃ নুরুল ইসলাম টেলু, সভাপতি একরামপুর ইস্পাহানি বড় জামে মসজিদ, মোঃ জসিম উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক একরামপুর ইস্পাহানি বড় জামে মসজিদ ও বাইতুল আমান জামে মসজিদ, নবী আওয়াল দেওয়ান সাবেক সহ-সভাপতি একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সহ সাধারণ সম্পাদক একরামপুর ইস্পাহানি বড় জামে মসজিদ, মোঃ আজগর আলী, সভাপতি বন্দর থানা হেযবুত তওহীদ, মাহমুদা আক্তার দিপা, নারী সম্পাদক সিলেট বিভাগ হেযবুত তওহীদ, উম্মতিযান মাখদুমা অনি, নারী সম্পাদক নারায়ণগঞ্জ জেলা হেযবুত তওহীদ।