নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের হরতালের সমর্থনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মিছিল থেকে নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) ভোরে সাইনবোর্ডে মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল বের করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। এসময় মিছিলের নেতৃত্বে ছিলেন থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল। এসময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা ফারুক, মোক্তার, জহিরসহ ৭ জন।
১৬ জন নেতাকর্মীর মিছিলটি সাইনবোর্ড এলাকায় শুরু হলে সেখানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ গিয়ে বাঁধা দেয় এবং সেখান থেকে প্রথমে ৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ইকবালের ব্যক্তিগত গাড়ি চালকও রয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে সেখান থেকে আমাদের একজন কাউন্সিলরসহ ৭ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ।জেলাজুড়ে আমাদের কর্মসূচী অব্যাহত আছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, মহাসড়কে নাশকতার চেষ্টা করলে আমরা ৭ জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে কাউন্সিলর ইকবাল পুরাতন মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন।