নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে সোনারাগাঁয়ের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া পর সংঘর্ষে জড়ায় তারা।
আহতরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা মামুন, আব্দুল আলী, সোলায়মান, কবির হোসেন, মাসুদ মিয়া প্রমুখ। তাৎক্ষণিক বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর সেখানে ফুল দিতে আসেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকরা মুখোমুখি অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের অনন্ত ১০ জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম জানান, আমরা শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করছিলাম। তখন মান্নানের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ঘে আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।