বিএনপির ডাকা তিন দিনের অবরোধে আজ বুধবার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে মহাসড়ক ও সড়কে টায়ারে অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থনকারীরা। এতে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন দেওয়া টায়ার সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় অবরোধ সমর্থনকারীরা সড়কে কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে টায়ারের আগুন নেভায়। আজ অবরোধে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, আজ সকালে অবরোধ সমর্থনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেন। পুলিশ গিয়ে আগুন নেভায়। তবে এ ঘটনায় কাউকে পাওয়া যায়নি। তবে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মহাসড়কে দুটি টায়ারে অগ্নিসংযোগ করেন অবরোধ সমর্থনকারীরা। এতে মহাসড়কে যান চলাচলে বাধা তৈরি হয়। টহল পুলিশ গিয়ে মহাসড়ক থেকে টায়ারের আগুন নেভালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। তিনি বলেন, সড়ক থেকে আগুন লাগা টায়ার সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।