নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ আদালত পাড়া থেকে মহিলা দলের চার নেত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) দুপুরে আদালত পাড়া থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, আরেকজন মহিলা দলের নেত্রী কাজল। এছাড়া অন্য দুজনের নাম না জানা গেলেও তারা মহিলা দলের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
এর আগে মানবাধিকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করে জেলা ও মহানগর বিএনপি।এতে অংশ নেয় বিএনপি’র নিখোঁজ বিভিন্ন নেতাদের পরিবারের সদস্যসহ মহিলা দল, ছাত্রদলের বেশ কয়েকজন নেতৃবৃন্দ।এদের মধ্যে আটক এই চারজনও ছিলেন।
তবে আটক করার সময় সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি ডিবি পুলিশের সদস্যরা।