নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ মোল্লাপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- সিমা বেগম (৫০) ও তার ছেলে রোমান হোসেন (২৫)। শনিবার (২ ডিসেম্বর) আবাসিক ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সিমা’র শরীরের ৬০% রোমান এর ১৪% হয়েছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সিমার অবস্থা আশঙ্কাজনক।” সিমা বেগমের আরেক ছেলে নাঈম হোসেন বলেন, “বাসায় বাথরুমে দিয়ে আসা গ্যাসের লাইন দিয়ে গ্যাস লিকেজ হয়ে সারা রাত রুমটি গ্যাসে আচ্ছন্ন হয়ে ছিল। মা গ্যাসের গন্ধ পেয়েছেন, কোথাও খুঁজে না পেয়ে রান্নার জন্য চুলা জ্বালাতেই আগুন ধরে যায়।”