নারায়ণগঞ্জে অবরোধের শেষ দিনে সড়কে আগুন মিছিল পিকেটিং

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ঘন্টা অবরোধের শেষদিনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নির্দেশে মহানগর যুবদলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (০৬ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ সড়কের পাওয়ার স্টেশন অফিসের সামনে ও আদমজী বার্মাস্ট্যান্ডে সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল এবং বন্দরের মদনপুর -টু-মদনগঞ্জ সড়কে বন্দর থানা যুবদলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।

এসময়ে বেশ কয়েকঘন্টা এসব সড়কে যানবাহন চলাচল বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশব্যাপী বিএনপি’র নেতৃবৃন্দদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।