নান্দাইল উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।(১৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল , বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ার ইসলাম চান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আনোয়ার, নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী শামসুদ্দিন , নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম , ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ , সাংবাদিক রবিউল আলম ফরাজি, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আঃ হান্নান আল আজাদ, প্রেসক্লাব নান্দাইল এর সাধারণ সম্পাদক শামছ -ই- তাবরীছ রায়হান প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের প্রধানগণ।
নান্দাইল উপজেলার ৩১ টি পূজা মন্ডপের সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দরা।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, পূজা মন্ডপের সভাপতি সম্পাদক, সাংবাদিক বৃম্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।