ময়মনসিংহের নান্দাইলে জুলাই শহীদদের ব্যবহৃত জিনিসপত্রের এক ব্যাতিক্রমি প্রদর্শনী উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ জুলাই সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ভবনের নীচে নান্দাইল উপজেলার জুলাই আন্দোলনের শহীদদের ছবি ব্যবহৃত জিনিসপত্রের আকর্ষণীয় ষ্টল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ব্যাতিক্রম আয়োজনে শহীদদের ছবি ব্যবহৃত জিনিসপত্র, তথ্য সংগ্রহে ব্যাপকভাবে ভৃমিকা রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ও দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ রবিউল আলম ফরাজী । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়জুর রহমান নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ জুলাই শহীদদের পরিবারের সদস্য বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।