নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে প্রধান সড়কের ওপর প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অবস্থান করছেন। সেখানকার একটি গলিতেও অসংখ্য পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এ ছাড়াও দলটির অফিসের সামনেও একটি রায়ট কার (এপিসি), জলকামান ও প্রিজনভ্যানও দেখা গেছে।

এর আগে বুধবার (২৬ জুলাই) নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই দুটি জায়গায় একটিতেও অনুমতি দেওয়া হয়নি।

এ অবস্থায় মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিএনপির নেতারা বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে রাতেই সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) টিটো জানান, কোনো ধরনের অপ্রীতিকর এবং আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে তাই, সতর্ক অবস্থানে রয়েছেন তারা।