চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে ২ যুবককে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে উপজেলার নবনির্মিত আধুনগর রেললাইন স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আর আজ বুধবার (১২ জুলাই) সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন—লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ার পাড়া এলাকার মাহমুদুল হক ড্রাইভারের ছেলে মাসুদ রানা (২৫) ও পেঠানের পাড়ার আবু তাহেরের ছেলে মো. এহসান (২৩)।
লোহাগাড়া থানার ওসি মৃহাম্মদ আতিকুর রহমান বলেন, উপজেলার আধুনগরে নবনির্মিত রেল স্টেশনে মাদকের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রিকালে দুই যুবককে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।