ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত নায়িকা পরীমনি ২০২২ সালের শেষ দিনে (শনিবার, ৩১ ডিসেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে ইঙ্গিত দেন, স্বামী রাজের সঙ্গে তিনি তার সংসারের ইতি টানছেন। পাশাপাশি গণমাধ্যমকে আরও জানান, খুব শিগগির রাজকে ডিভোর্স লেটার দেবেন।
আবার শনিবার দিবাগত রাতে পরী দিলেন স্বস্তির সংবাদ। তাতে জানানো হয়, তিনি মান-অভিমান ভুলে আবারও রাজের সঙ্গে আছেন।
অথচ এর কয়েক ঘণ্টা পরই রোববার (১ জানুয়ারি) ফেসবুকে তিনি নতুন একটি পোস্ট দেন। এর সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন পরী। এ ছবিতে দেখা যায়, পরীর বাসার বিছানা ও বালিশ রক্তমাখা অবস্থায়। ছবি দুটি পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং….’
নতুন বছরে সকাল সকাল সে ছবি দেখে নেটিজেনদের মাথায় হাত।
পরীমনির পোস্ট করা ছবি দু’টি নতুন জটিলতার আভাস দেয়। কী হয়েছে পরীর! এ নিয়ে তার ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। স্বামী রাজের সঙ্গে আবার কি কোনো ঝামেলায় জড়িয়েছেন তিনি! এ কারণেই কী হাতাহাতির ঘটনা ঘটেছে! নাকি অন্য কিছু।
পরী তার স্ট্যাটাসে সংবাদ সম্মেলনের কথা বললেও কখন সংবাদ সম্মেলন হবে সে বিষয়েও কিছু পরিষ্কার করেননি।