৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ এখনো রয়েছে দেশ জুড়ে। নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পুনরায় সংসদ সদস্য হয়ে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যান তিনি।
মন্ত্রী নব নির্বাচিত সংসদ সদস্য হয়ে আসার পরপরই উৎসবের আমেজ তৈরি হয়। ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা পৃথক পৃথক ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নির্বাচনী ব্যস্ততায় গত কয়েক সপ্তাহে মন্ত্রণালয়ে আসতে পারেননি ক্রীড়া প্রতিমন্ত্রী। এই কয়েক দিনের জমে থাকা অনেক ফাইল আজ দেখেছেন। ফাইল দেখার পাশাপাশি তার কক্ষে উপস্থিত ব্যক্তিবর্গের কাছ থেকে ক্রীড়াঙ্গনের নানা খোঁজ-খবর নিয়েছেন। আবার মাঝে মধ্যে নিজের নির্বাচনের নানা গল্পও করেছেন।
আগামীকাল সকালে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ। পরশু দিন সন্ধ্যায় নতুন মন্ত্রিদের শপথ। এই পর্যন্ত বর্তমান মন্ত্রীদের মেয়াদ থাকবে। সবার আগ্রহ ক্রীড়াঙ্গনে নতুন কেউ অভিভাবক হবেন নাকি রাসেলই পুনরায় অভিভাবকের দায়িত্ব পালন করবেন।