চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফলমন্ডি এলাকার একটি ডাস্টবিন থেকে সাত বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন ওই যুবক।
সোমবার (১ এপ্রিল) ভোর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির নাম নাসরিন আক্তার সুখী। তার মায়ের নাম বিলকিস বেগম। নগরীর বাকলিয়া থানার বৌবাজার এলাকার বাসিন্দা তারা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার নোবেল চাকমা বলেন, ‘গতকাল (সোমবার) রাতে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় আমরা এক যুবককে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে ওই যুবক।’
এর আগে, সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালী) অতনু চক্রবর্তী জানিয়েছিলেন, শিশুটির মা পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিক্রি করেন। বাসা বাকলিয়ার বৌবাজার এলাকায়। বোতল কুড়াতে বের হওয়ার সময় শিশুটিকে আন্দরকিল্লা এলাকায় ফুটপাতে পরিচিত লোকজনের নজরে রাখতেন।
শিশুটির মা জানিয়েছিলেন, রোববার রাতে মেয়েটি আন্দরকিল্লা থেকে নিখোঁজ হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে মা গিয়ে তার মেয়েকে শনাক্ত করেন।