দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেল না জ্যোতিরা

বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি

প্রথম ম্যাচে নিগার সুলতানার বিধ্বংসী ব্যাটিংয়ে স্বাগতিক শ্রীলংঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছিলো বাংলাদেশের মেয়েরা।  তবে দ্বিতীয় ম্যাচে লঙ্কান মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি নিগার সুলতানার দল।  ৯ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে লঙ্কান মেয়েরা।

বৃহস্পতিবার (১১ মে) সকালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিয়মিত আসা-যাওয়ার মধ্যে ছিল সফরকারীদের ব্যাটিং লাইনআপ।  টেনে টুনে ১০০ রান তোলার পর আর এগোতে পারেনি জ্যোতির দলের ব্যাটাররা।  ছোট লক্ষ্য তাড়ায় ৯ বল বাকি থাকতেই সাত উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এই জয়ে সিরিজে ১-১ সমতা আনলো লঙ্কানরা।  প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।

সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে টাইগ্রেসদের দেয়া ১০১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে জয়ের ভীত গড়ে দেন দুই ওপেনার চামারি আতাপাত্তু ও বিসমি গুনারত্নে।  লঙ্কান অধিনায়কের বিদায়ে ভাঙ্গে ৪৩ রানের জুটি।  এরপর বিসমিও আর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।

চারে নেমে নিলাকশি ডি সিলভা এদিন সুবিধা করতে পারেননি।  সিলভা ছাড়া উইকেটে আসা বাকি সব লঙ্কান ব্যাটারই এদিন দুই অঙ্ক ছুঁয়েছেন।  শেষপর্যন্ত ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের স্বাদ পায় লঙ্কানরা।  অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৩ ও হর্ষিতা সামারাবিক্রমা অপরাজিত ২৯ রান করেন।  বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি ও রাবেয়া খান ১টি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা ও রুবাইয়া হায়দার।  তবে ১৬ রান করে রুবাইয়া বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি।  এরপর তিনে নেমে ভালো শুরু করেছিলেন সুবহানা মুস্তারী।  তবে এই টপ অর্ডার ব্যাটারও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি।  তার ব্যাট থেকে এসেছে ১৮ রান।

এরপর নিগার ও রিতু মনির সঙ্গে জুটি বেঁধে দলের রান ৮৫তে নেন মুরশিদা খাতুন।  আগের ম্যাচে ৫১ বলে ৭৫ রান করা নিগার আজ ফিরে যান ৭ রানে। রিতু করেন ৫ রান।  এতে ৮৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।  তাদের বিদায়ের পর ব্যাটিংয়ে ধস নামে বাংলাদেশের।  ১১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।  দলের চতুর্থ ব্যাটার হিসেবে দুই অংকের কোটা স্পর্শ করে ১০ বলে ১৪ রান করেন মুরশিদা।

শুক্রবার (১২ মে) একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।