সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে ৯৩ রানের বড় জয় পেয়েছে আবেদিন ক্লাব। সোমবার (২২ মে) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টস জয়ী আবেদিন ক্লাব ৪৭.১ ওভারে ১৭১ রানে অলআউট হয়।
জবাবে মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাব ৪৬.৫ ওভারে ৭৮ রানে সবকটি উইকেট হারায়। আবেদিন ক্লাবের হয়ে জয় ৩২, জুয়েল ৩১, আজাদ ৩০ ও তানজিম ২৫ রান করেন। অতিরিক্ত খাতে আসে সর্বোচ্চ ৩৫ রান। মুক্তকণ্ঠ ক্লাবের মামুন ২৩, জুনায়েদ ২৮ ও আকিব ৩০ রানে প্রত্যেকে ২ টি করে উইকেট নেন।
মুক্তকণ্ঠ ক্লাবের ইনিংসে আরাফাত অপ:৩২ ও ইশতিয়াকের ২৫ রান ছাড়া বাকিদের কেউ দু-অংকের রান করতে পারেননি। আবেদিন ক্লাবের দুই সফল বোলার সিরাজ ২১ রানে ৫ উইকেএ নিয়ে কৃতিত্ব দেখান। এছাড়া ভালো ব্যাটিং (২৫) করার পর বল হাতেও ১৫ রানে ৪ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান তানজিম।