সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ইয়ং স্টার ক্লাব সহজ জয় পেয়েছে। মঙ্গলবার (২৩ মে) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬ উইকেটে এলিট পেইন্ট ক্লাবকে হারিয়েছে। খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে ৪২.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় এলিট পেইন্ট ক্লাব। জবাবে ২৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় (১২০) নিশ্চিত করে ইয়ং স্টার।
বিজয়ী দলের ফাবিয়ান মোস্তফা ৬ চারে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিপন ২৯ ও আরমান ১৫ রান করেন। এলিট পেইন্টের মারুফ ২১ রানে ২টি এবং রাকিব ১৪ ও হারুনুর রশিদ ২৪ রানে ১টি করে উইকেট নেন।
এর আগে এলিট পেইন্টের হয়ে ম্যাচ সেরা ৬৪ রান করেন সানি দার্শ। তার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার ছিল। এছাড়া বাবু ১৬ ও হারুনুর রশিদ ১০ রান করেন। ইয়াং স্টার ক্লাবের সফল বোলার আমির ১১ রানে ৪, রাফি ১৬ রানে ২ এবং নীরব ১৮, পারভেজ ১৯ ও আরমান ২৭ রানে ১টি করে উইকেট নেন। আজকের খেলায় কল্লোল সংঘ গ্রিন ও বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব (এম এ আজিজ স্টেডিয়াম) মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত স্কোর- এলিট পেইন্ট ক্লাব: ১১৬/১০/৪২.২ (সানি দাশ ৬৪, বাবু ১৬, হারুনুর রশিদ ১০, অতি. ১৯, আমির ৪/১১, রাফি ২/১৬, নীরব ১/১৮, আরমান ১/২৭, পারভেজ ১/১৯),
ইয়ং স্টার ক্লাব: ১২০/৪/২৯.৪: ফাবিয়ান মোস্তফা ৪১*, বিপন ২৯, আরমান ১৫, অতি. ১২, মারুফ
২/২১, রাকিব ১/১৪, হারুনুর রশিদ ১/২৪)।