দেশে ওমিক্রন বিএফ-৭ শনাক্ত

দেশে ওমিক্রনের নতুন ধরন শনাক্ত হয়েছে।

করোনার নতুন ধরন ওমিক্রন বিএফ-৭ চীন থেকে আসা ৪ জনের একজনের শরীরে শনাক্ত হয়।  এই ৪ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে ওমিক্রন বিএফ-৭ শনাক্ত হয়।

রোববার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।  তবে আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ-৭ শনাক্ত হয়েছে।  বাকি তিনজনের মধ্যে দুইজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে।

চীন থেকে আসা চার যাত্রীর মুখমণ্ডল লাল ছিল।  পরে তাদের অ্যান্টিজেন টেস্ট করা হলে সেখানে করোনা পজিটিভ রিপোর্ট আসে।  এ কারণে এই চার চীনা নাগরিককে আইসোলেশনে পাঠানো হয়।  তারা চীন থেকে আরটিপিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়েই এসেছিলেন।  তারপরও তাদের লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় অ্যান্টিজেন টেস্ট করা হয়।