দেশের আত্মমর্যাদা রক্ষার স্বার্থে কাউকে ছাড় দেবো না

বললেন কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে শুধু জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা মেনে নিতে পারি না।  তাদেরকে আবারও সতর্ক করা হবে।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দেশের আত্মমর্যাদা রক্ষার স্বার্থে আমরা কাউকে ছাড় দেবো না।

তিনি বুধবার (১৬ নভেম্বর) মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

গত ১৪ নভেম্বর রাজধানীতে একটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে।  এর আগে আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা শুনেছি, যা পৃথিবীর আর কোথাও শুনিনি।  আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’

মন্ত্রী বলেন, সংবিধানের আর্টিকেল-১২৬ এ সুস্পষ্ট বলা আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।  জেলা প্রশাসক, পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন।  বিএনপিও নির্বাচনে আসবে।  তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে।  এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

তিনি আরও জানান, দেশে খাদ্য সংকট হবে না।  খাদ্য মজুদ রয়েছে পর্যাপ্ত।

আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তুষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, আমনে উৎপাদন খরচ কম।  তাই ২৮ টাকা দর ঠিকই আছে।  বাজারে চালের দর চড়া।  ফলে ধানে কৃষকের লোকসান হবে না।