সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ও ওপিএ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। মঙ্গলবার (৬ জুন) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক ৩ উইকেটে আবাহনী জুুনিয়রকে এবং মহিলা কমপ্লেক্স মাঠে ওপিএ ৫ উইকেটে সিটি ক্লাবকে হারিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর: আবাহনী জুনিয়র: ১৯৩/১০/৪৭.১ ওভার ও পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী: ১৯৬/৭/৪৬.৩ ওভার এবং সিটি ক্লাব: ১৫৩/১০/৪২.২ ওভার ও ওপিএ: ১৫৪/৫/৩৫.৪ ওভার।
আবাহনী- দূর্বার: এ ম্যাচে আবাহনীর হয়ে শহীদ ৩৯, সাইফুল ৩১, পিয়াল ২৯, মিজান ২২, মানিক ১৯ রান করেন। দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর শহীদুল ৩টি এবং ওয়াহিদুল ও রাইসুল ২টি করে উইকেট নেন। জবাবী ইনিংসে দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর হয়ে তানভীর ৪৪, ওমর ফারুক সায়মন ৩৭, আমীর হোসেন ৩০, ওয়াহিদুল ২৩ রান করেন। আবাহনী জুনিয়রের সফল বোলার মিজান ৫ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান।
ওপিএ-সিটি ক্লাব: এ খেলায় সিটি ক্লাবের হয়ে ম্যাচ সেরা ৭৭ রান করেন সাদমান হোসেন। তার ইনিংসে ৮টি চার ও ৬টি বিশাল ছক্কার মার ছিল। অন্যান্যের মধ্যে রাহাত ১৬, অর্পন দাস ১৫ ও ইমতিয়াজ ১২ রান করেন। ওপিএ’র আবু সাঈদ আফিফ মাত্র ৯ রানে ৫উইকেট নিয়ে ব্যক্তিগত কারিশমায় উৎরে গেছেন। এছাড়া ওমর ফারুক হৃদয় ২ উইকেট নেন। ওপিএ’র ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেন ওমর ফারুক হৃদয়। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। এছাড়া ৫ উইকেট পাওয়া আবু সাঈদ আফিফ ২৮ রান করে দলের জয়ে অসামান্য অবদান রেখেছেন। অন্যান্যের মধ্যে শাহেদ হোসেন ২৫, আবু ব্ক্কর ১৯ রান করেন। সিটি ক্লাবের হয়ে আদিল চৌধুরী ২ উইকেট দখল করেন।
বুধবারের (৭ জুন) ২টি খেলা- লিটল ব্রাদার্স ও চিটাগাং রয়েল (এম এ আজিজ) এবং রাফা ক্রিকেট ক্লাব ও কোয়ালিটি ব্লুজ (মহিলা কমপ্লেক্স)।