দুর্নীতি নির্মূল না হলে স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে না বলে জানিয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে। আমরা হয়তো কাগজে-কলমে সেই ঘোষণাও দিতে পারবো। কিন্তু তখনো কিছু বিভেদ রয়ে যাবে। ধনী-গরিব বৈষম্য রয়ে যাবে। দেশে সততার সংস্কৃতি চালু করতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। বাঙালি কথাসর্বস্ব জাতি। আমাদের কথা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কথার সঙ্গে কাজের মিল রাখতে হবে। আমাদের নিজেদের সংশোধন হতে হবে।
সোমবার (২২ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে দুদক চট্টগ্রাম আয়োজিত সততা সংঘের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ কমিশনার বলেন, দুর্নীতি ক্যানসারের মতো ব্যাধি। দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে দেশে সত্যিকারের উন্নতি সম্ভব নয়। তাই ছেলেমেয়েদের সততার শিক্ষা ছোট বয়সেই দিতে হয়। ছোট বয়সে অর্জিত সুশিক্ষা এবং দুর্নীতিবিরোধী সততার শিক্ষা ভবিষ্যৎ সৎ ও সাহসী জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখে। শিশুরা ঘুস নেয় না, অন্যায় করে না। তারা নিজের বাবা-মাকেও সৎ-আদর্শবান দেখতে চায়। ছোটদের ভালো কাজে অভ্যস্ত করাতে হবে। সততা কঠিন কাজ হলেও কঠিনকে ভালোবাসতে হবে।
তিনি বলেন, সময় নষ্ট করা যাবে না। দুর্নীতি দমন দুদকের একার কাজ নয়। দুদকের সীমাবদ্ধতা রয়েছে। দুদকের সারাদেশে ১২শ জনবল রয়েছে। এত অল্প জনবল নিয়ে ১৭ কোটি মানুষের দেশের দুর্নীতি দূর করা সম্ভব নয়। তাই আমাদের সীমাবদ্ধতা দূর করতে সততা সংঘ, সিভিল সোসাইটিসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবাইকে নিয়ে একসঙ্গে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত করার মাধ্যমে সত্যিকার অর্থে দুর্নীতি দূর করা সম্ভব।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দর সদস্য (অর্থ) সরকারের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জমান, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী, সততা সংঘের পরামর্শক মোস্তফা হাসান মজুমদারসহ অনেকে।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান।
চট্টগ্রাম বিভাগের উপজেলা পর্যায়ে মাধ্যমিক পর্যায়ের সততা সংঘের শিক্ষার্থীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের সততার শপথবাক্য পাঠ করান দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।