অনিয়ম ও দুর্নীতির খোঁজে রাজধানীর উত্তরার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় এ অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন ভুক্তভোগী দুদকের এনফোর্সমেন্ট টিমের কাছে অভিযোগ করেন টাকা না দিলে ড্রাইভিং লাইসেন্স মিলে না। এখানে এসে দালাল ছাড়া কাজ করা সম্ভব নয়। দালালকে টাকা দিলে মিলে লাইসেন্স।
দুদক জানায়, ঢাকার উত্তরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ বাবদ ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিমের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম সদস্যরা সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। দুদকের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন দালাল চক্রের সদস্যরা। এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ঘুষ ও দালালদের প্রতারণাসহ বেশ কিছু অনিয়মের সত্যতা পওয়া গেছে। এ সময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নত করা হয়েছে। খুব শিগরিই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।