দুবাই থেকে সিলেটে আসা ফ্লাইটে ৩৪ কেজি স্বর্ণ, আটক ৪

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বিজি ২৪৮ নম্বর ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়। বিমানের একটি আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে বিমানটিতে।