শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি ধারার সিনেমা ‘মেইড ইন চিটাগং’ মুক্তি পেয়েছে। চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিনে দেখা যাবে সিনেমাটি।
‘মেইড ইন চিটাগং’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এই প্রথম কোনো সিনেমায় নায়কের ভূমিকায় কাজ করলেন ব্যান্ড তারকা পার্থ। এমনকি ছবিটির গান ‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’তে অপর্ণার সঙ্গে নাচের মুদ্রাও দিয়েছেন তিনি। ইতোমধ্যে গানটি সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত বলেই প্রথমে শুধু চট্টগ্রামে মুক্তি দেয়া হচ্ছে বলে জানান পরিচালক। পরে ঢাকাসহ সারা দেশে সিনেমাটি মুক্ত পাবে।
পরিচালক জানান, ঐতিহ্যবাহী মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতির প্রথম কোনো চলচ্চিত্র এটি।
‘মেইড ইন চিটাগং’ ড্রামা সিরিজটি সবাই যেমন পছন্দ করেছিলেন, আশা করছি চলচ্চিত্রটিও সবার ভালো লাগবে- বলেন পরিচালক।
সিনেমায় আরো আছেন চিত্রলেখা গুহ, নাসিরউদ্দিন খান, সাজু খাদেমসহ আরো অনেকে।
ছবিটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। কিছুদিন পর এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।