দুই মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

মহান বিজয় দিবস উপলক্ষে গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ ও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক সৈয়দ রফিকুল ইসলামকে সম্মাননা দিয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং।

ক্লাব সভাপতি জামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর এমদাদুল আজিজ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর পিপি প্রফেসর ড. খুরশিদা বেগম, জোনাল কোর্ডিনেটর পিপি জামাল আহমেদ, পিপি সুদীপ কুমার চন্দ, পিপি এড. আবদুল মোতালেব, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ বেলাল, জয়েন্ট সেক্রেটারি ড.আয়েশা আফরিন, রোটারিয়ান ইকরাম পাশা, রোটারিয়ান শেখ ফরিদ, রোটারিয়ান জাহাঙ্গীর বাদশা, রোটারিয়ান এস এম সাজ্জাদ, রোটারিয়ান এম এ মতিন, রোটারিয়ান মোহাম্মদ হান্নান, রোটারেক্ট পিপি শফিকুল ইসলাম রিফাত, রোটারেক্ট কাউসার প্রমুখ।

এ সময় মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ করতে পারলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ হবে। মুক্তিযোদ্ধারা দেশ মাতৃকার টানে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। তাদের স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ। নতুন প্রজন্ম এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা আমাদের বিশ্বাস।