দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মেদ। দুই দিনের সফরে তিনি ১ জুলাই ঢাকা আসবেন। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের দুই জন আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা ঘুরে গেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার (২৭ জুন) বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং এ ধরনের সফরের মাধ্যমে তার প্রতিফলন ঘটছে।’