দীর্ঘদিন পর উইন্ডিজ দলে হেটমায়ার

প্রায় দুই বছর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বাইরে শিমরন হেটমায়ার।  বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন বলে ঘোষণা দেয়ার পরও গত মে মাসে ঘোষিত বিশ্বকাপ বাছাই পর্বের দলে জায়গা পাননি তিনি।  এরপর বাছাই পর্বে তো ক্যারিবীয়দের ভরাডুবি সবাই দেখেছে।

তবে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে শিমরন হেটমায়ারকে।   বৃহস্পতিবার (২৭ জুলাই) কেনসিংটন ওভালে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ।  এই দলে হেটমায়ারের সঙ্গে দলে নেয়া হয়েছে ওশানে থমাসকেও।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয়া হয়েছে, নিকোলাস পুরান এবং জেসন হোল্ডারকে এই ওয়ানডে সিরিজে পাওযা যাচ্ছে না।  কারণ, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে ওয়ানডে দলের হয়ে খেলা থেকে।

বাঁ-হাতি ব্যাটার শিমরন হেটমায়ার ক্যারিবীয় দলের হয়ে দুই বছরের মধ্যে একটিও ওয়ানডে ম্যাচ খেলেননি।  শেষ বার ২০২১ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে অংশ নিয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেতমায়ের, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, জেডন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশানে থমাস।