দিন শেষে ৬ উইকেট নেই ভারতের, ঝুলিতে ২৭৮ রান

৬ উইকেটে ২৭৮ রান তুলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করেছে ভারত। দিনের শেষ বলে উইকেট হারানো ভারতের হয়ে ৮২ রানে অপরাজিত আছেন শ্রেয়াস আয়ার। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৩টি ও মেহেদি হাসান মিরাজ ২টি উইকেট নিয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনে আরও সাফল্য পেতে পারত বাংলাদেশ। তবে ৩টি ক্যাচ ছেড়ে সকালের সাফল্য ম্লান করে দেন ফিল্ডাররা।

ব্যক্তিগত ১৬ রানে ব্যাটিংয়ের সময় চেতেশ্বর পুজারার ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। পুজারা শেষ পর্যন্ত আউট হয়েছেন ৯০ রান করে। ৮২ রানে অপরাজিত থেকে দিন শেষ করা শ্রেয়াস আয়ারকে দুবার সুযোগ পেয়েও আউট করতে পারেনি বাংলাদেশ।

ব্যক্তিগত ৩০ রানের মাথায় শ্রেয়াসকে প্রথম ‘জীবন’ দিয়েছিলেন নুরুল হাসান সোহান। সাকিবের বলে উইকেটের পেছনে শ্রেয়াসের ক্যাচ নিতে পারেননি সোহান। ভারতীয় ক্রিকেটার ব্যক্তিগত ৬৭ রানের মাথায়ও ক্যাচ তুলেছিলেন। সীমানার কাছে সহজ সেই ক্যাচ নিতে পারেননি ইবাদত হোসেন।

ইনিংসের ষষ্ঠ ওভারেই স্পিন আক্রমণ আনে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান নিজেই আসেন বোলিং করতে। এতো আগে কেন স্পিন আক্রমণ আনা হলো তার প্রমাণ পাওয়া গেছে কিছুক্ষণ পরই। ইনিংসের ১৪তম ওভারে ভারতের তরুণ ওপেনার শুভমান গিলকে ফেরান তাইজুল ইসলাম। তাইজুলের লেগ স্ট্যাম্পে থাকা বলটি প্যাডেল সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি গিল। টপঅ্যাজ হয়ে বল বাতাসে ভাসে। প্রথম স্লিপ থেকে ইয়াসির আলির সেই ক্যাচ লুফে নিতে বেগ পেতে হয়নি।

খানিক বাদে খালেদ আহমেদের লেংথ বলে ইনসাইড অ্যাজ হয়ে বোল্ড লোকেশ রাহুল। রাহুল ৫৪ বলে ২২ রান করে ফেরার পরপরই বড় উল্লাসটা করেছে বাংলাদেশ। তাইজুল ইসলামের জোরের ওপর করা বলটি বিরাট কোহলির ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। মিডল স্ট্যাম্পে থাকায় আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার। কোহলি চেতেশ্বর পুজারার সঙ্গে পরামর্শ করে অবশ্য রিভিউ নিলেন। তবে তাতে লাভ হয়নি। ৫ বলে ১ রান করে আউট ভারতের সেরা ব্যাটার।

দিনের প্রথম সেশনের বাকি সময়টা রিশভ পন্তের। পাঁচে নেমে পাল্টা আক্রমণের পথ বেছে নেন পন্ত। দলীয় ১১২ রানের মাথায় ৪৫ বলে ৪টি চার ২টি ছয়ে ৪৬ রান করা পন্তকে ফেরান মেহেদি হাসান মিরাজ। তারপর বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া আর হতাশা বৃদ্ধি। দ্বিতীয় সেশনে পুজারা, শ্রেয়াসের ক্যাচ ছেড়েছেন সোহান। তৃতীয় সেশনে এসে শ্রেয়াসের দ্বিতীয় ক্যাচটি ছাড়েন ইবাদত হোসেন চৌধুরী। শেষ বিকেলে ফের বেঁচেছেন শ্রেয়াস। ইবাদতের বল তার উইকেটে হিট করলেও বেল পরেনি। উইকেট বঞ্চিত হয়েছে বাংলাদেশ।

অবশ্য শেষ বিকেলে এসব হতাশা কিছুটা কমেছে। দিনের খেলা শেষ হওয়ার খানিক আগে তাইজুল ইসলামের লেংথ বলে সরাসরি বোল্ড হয়েছেন পুজারা। ফেরার আগে ২০৩ বলে ১১টি চারের সাহায্যে ৯০ রান করেছেন ভারতের টেস্ট স্পেশালিস্ট।

দিনের শেষ বলে অক্ষর প্যাটেলকে তুলে নেন মেহেদি হাসান মিরাজ। মিরাজের অফ স্ট্যাম্পে পরে ভেতরে ঢোকা ডেলিভারিটি সালাতে পারেননি অক্ষর। ব্যাটের ফাঁক গলে আঘাত হানে প্যাডে। আউটের সংকেত দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অক্ষর।

তাইজুল ৩০ ওভার বোলিং করে ৮৪ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। মিরাজ ১৮ ওভারে ৭১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। বাকি উইকেটটি নেওয়া খালেদ আহমেদ ১২ ওভারে দিয়েছেন ২৬ রান।