দিনাজপুরে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপ লাইনে ফুটো করে ডিজেল চুরি, ৪ জন আটক

 

বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের চিরিরবন্দর এলাকায় পাইপ ছিদ্র করে ডিজেল তেল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় ৪ জনকে আটক করেছে স্হানীয় থানা পুলিশ।

জানা গেছে, কৃষি নির্ভর উত্তরের জেলা সমুহে জ্বালানী সরবরাহ নির্বিঘ্ন করতে নৌ সড়ক রেলপথের পরিবর্তে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানী তেল ডিজেল আনতে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির আওতায় ভারতীয় অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় দিনাজপুরের পাবর্তীপুরে রেলওয়ে ওয়েল ডিপোতে রিসিভ স্টেশন স্হাপন করা হয়। এজন্য ভারতের আসামের শিলিগুড়ির নূমালীগড় রিফাইনারী শোধনাগার থেকে পাবর্তীপুর রেলওয়ে ডিপো পর্যন্ত ১৩১দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন স্হাপন করা হয়েছে। ওই পাইপ লাইনের মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারত অংশে পড়েছে ৫ কিলোমিটার পাইপ লাইন। গেল মার্চ মাস থেকে চলতি নভেম্বরের প্রথমাধ্য পর্যন্ত ৭ বার পাইপ লাইনে জ্বালানী ডিজেল এসেছে ওয়েল ডিপোতে।

জানা গেছে, ওই পাইপ লাইনের মধ্যে চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের চক ইসবপুর ফেরুশাডাঙ্গা এলাকায় পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোর ৪ টার দিকে ভারতের নিয়ন্ত্রণ কক্ষের অটোমেটিক সেনসরে বেজে উঠে পাইপ লাইন লিকেজের সংকেত। ৫টার দিকে ঘটনাস্হলের ভিজা মাটি সরিয়ে নজরে আসে পাইপ ছিদ্র করে ১ ইঞ্চি বেসের বাল্বভাল্প স্হাপন করে তেল চুরির ঘটনা।

ভারত বাংলাদেশ মৈত্রি পাইপলাইন প্রকল্পের ব্যবস্হাপক প্রবীর হিরা জানান, অটোমেটিক সেন্সরের মাধ্যমে শুক্রবার ভোর ৪টায় ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড ধরা পড়ে বাংলাদেশ সীমান্তে পাইপ লিকেজের ঘটনা । প্রথমে তারা ভাবেছিল পাইপ লিকেজ হয়েছে। ৫টার দিকে পাইপলাইন পথে অনুসন্ধ্যানে ধরা পড়ে ছিদ্র তৈরি করে তেল চুরির ঘটনা।

ভারত বাংলাদেশ মৈত্রি পাইপলাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী টিপু সুলতান জানান, ভারতীয় এবং দেশি প্রকৌশলরীরা যৌথভাবে ২৫ নভেম্বর পাইপ লাইনের ছিদ্র করা অংশ মেরামত সম্পন্ন করেছেন। চলতি মাসে পাইপ লাইনে সর্বশেষ ৪ হাজার লিটার ডিজেল আমদানি করা হয়েছে। নভেম্বরের মধ্যে আরেক দফায় আবারো জ্বালানী আনা হবে।

চিরিরবন্দর থানার ইনচার্জ বজলুর রশিদ জানান, চিহ্নিত স্হানে ৬ ফুট গর্ত খনন করে মূল পাইপ লাইনে ফুটো তৈরি করে তাতে স্ক্রুযুক্ত চিকন পাইপ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছিদ্রে পাইপ লাগিয় তেল চুরি করা হয়েছে। এ ঘটনায় জমির মালিক, জমিতে সেচ দেওয়া শ্যালো মেশিনের মালিক, প্রতিষ্ঠানের ২ জন লাইনম্যানসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আটকৃতরা হলো, চিরিরবন্দরের উত্তর ভবানীপুর (ডাঙ্গারহাট) গ্রামের আলী উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), পাবর্তীপুরের সোনাপুকুর গ্রামের মাজুম আলীর ছেলে মানিক শাহ্(৪৫), নীলফামারী জেলার সৈয়দপুরের সাশকান্দর গ্রামের তাবির উদ্দিনের ছেলে নজমুল হক (৬৫) একই গ্রামের ছলেমান বসু মিয়ার ছেলে আমিনুল ইসলাম(৪৮)।

পাইপ লাইনে তেল চুরির ঘটনায় মামলা করেছেন ভারত বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন প্রকল্পের ব্যবস্হাপক প্রবীর হিরা।