শৈত্য প্রবাহে কাঁপছে সারাদেশ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে। চট্টগ্রামেও শীতের তীব্রতা বেড়েছে। শীতের দাপটে শ্রমজীবী মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
শনিবার (৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে উত্তরাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্র টেকনাফে ২৬ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।
দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময় থাকছে কুয়াশায় চাদরে ঘেরা। সূর্যের দেখাও মিলছে না অনেক জেলায়।
চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বরিশাল জেলাসহ রাজশাহী বিভাগের উপর শৈত্যপ্রবাহ বয়ে বেড়াচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামি কয়েক দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে।