জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসাবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নাই বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জিএম কাদেরের করা আবেদনের শুনানির সময় বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জিএম কাদেরের আইনজীবী মুহাম্মদ সিরাজুল হক জানান, নিম্ন আদালতের রায় কেন চূড়ান্তভাবে বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।
এর আগে, গত ১৯ জানুয়ারি ৮ সপ্তাহের জন্য জিএম কাদের জাতীয় পার্টির কোনো কর্মকাণ্ডে অংশ নিতে না পারার আদেশ স্থগিত করেন হাইকোর্ট।