ত্রিপল এস ও লিজেন্ড ক্লাবের জয়
ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট
চিটাগাং ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এসএসএস মাস্টার্স ও লিজেন্ড ক্রিকেট ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। শনিবার (২৭ মে) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ত্রিপল এস মাস্টার্স ৪১ রানে এমেচার ক্রিকেট ক্লাবকে এবং অপর খেলায় লিজেন্ড ক্রিকেট ক্লাব ৬ উইকেটে হাক্কানী ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।
প্রথম খেলায় ত্রিপল এস মাস্টার্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১২৩ রান করে। জবাবে এমেচার ক্রিকেট ক্লাব ২০ ওভারে ৯ উইকেটে ৮২ রান করতে সক্ষম হয়। এতে এস এস মাস্টার্সের হয়ে মুসাব্বির রিসাত অপ: ৩৫ (৪চার ও ১ছক্কা), সাইফুদ্দিন টিপু ২৬ (৪চার ও ১ছক্কা) ও শাহ পরান নিশান রিটায়ার্র্ড হাট হয়ে ২২ (৩চার) রান করেন। এমেচার ক্রিকেট ক্লাবের সলিম উল্লাহ ২০ ও হাসান সিরাজী ২৫ রানে ২টি করে এবং আবুল খায়ের ৮, আলমগীর হোসেন ১৪ ও আলী বাহার ৩৪ রানে ১টি করে উইকেট নেন। জবাবে এমেচার ক্লাবের হয়ে আলমগীর হোসেন (১৭রান/১চার) ও আলী বাহার (১৪ রান/১চার) ছাড়া বাকিদের কেউই দু-অংকের রান করতে ব্যর্থ হন। এস এস এস মাস্টার্সের দুই সফল বোলার আব্দুল্লাহ আল মাসুম ১০ ও রবিউল হাসান ১২ রানে ৩টি করে উইকেট দখল করেন। এছাড়া মো. তৌহিদ ২০ রানে ২টি এবং রিপন ৮ রানে ১ উইকেট নেন।
এ খেলার ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের আব্দুল্লাহ আল মাসুম রানার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল।
অপর খেলায় হাক্কানী ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে ২০ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। জবাবে লিজেন্ড ক্রিকেট ক্লাব ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। হাক্কানী ক্রিকেট ক্লাবের হয়ে ইমরান হোসেন ৯চার ও ৪ ছক্কায় ম্যাচ সেরা ৬৯ রান করেন। এছাড়া আনসার উদ্দিন আহমেদ অপ: ১৯, রায়হান উদ্দিন ৩চারে ১৯, গোলাম মোরশেদ ৩চারে ১৬ ও কামরুজ্জামান মাসুদ ১ ছক্কায় ১৬ রান করেন। লিজেন্ড ক্রিকেট ক্লাবের নাজমুল আলম ২০ রানে ২টি এবং ওমর ফারুক ১৭ ও বেলাল জনি ৩১ রানে ১টি করে উইকেট নেন। লিজেন্ড ক্লাবের হয়ে হাফ সেঞ্চুরি করেন বিদ্যুৎ দাস গুপ্ত। তিনি ৪ চার ও সমসংখ্যক ছক্কায় ৫৮ রান করেন। এছাড়া নাজমুল আলম ৩ ছক্কায় ৩০, মাহাফুজুল হক ৫চারে ২৯, বেলাল জনি ২চার ও ১ছক্কায় অপ: ২১ ও আসিফ আহমেদ ১ চার ও ১ ছক্কায় ১৫ রান করেন। হাক্কানী ক্লাবের রায়হান উদ্দিন ৯ ও মো. তসলিম ২৪ রানে ১টি করে উইকেট নেন।
এ খেলার ম্যান অব দ্য ম্যাচ জয়ী দলের নাজমুল আলম খানের হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম এবং সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ডের তরুণ উদীয়মান কাউন্সিলর ফজলে এলাহী পায়েল।