তৃতীয় রাউন্ডে বাংলাদেশের মান্নান

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ

এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের হিটে সর্বোচ্চ স্কোর করে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান।

মালদ্বীপের সার্ফ কে. টুলুসদো দ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরুষদের ওপেন বিভাগের সপ্তম প্রথম হিটে ১ম স্থান অধিকার করে দ্বিতীয় রাউন্ডে উঠেন মান্নান।  হিটে তিনি ১০.৬৬ পয়েন্ট স্কোর করেন।  এতে ১০.৬০ পয়েন্ট নিয়ে ২য় হয়েছেন স্বাগতিক মালদ্বীপের সার্ফার এডাম মুঈন ইব্রাহিম এবং ৫.৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন থাইল্যান্ডের নাত্রি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) তৃতীয় রাউন্ডের প্রথম হিটে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন মান্নান।  ঐ গ্রুপে তার প্রতিপক্ষ যথাক্রমে ভারতের রমেশ বুদিহাল, মালদ্বীপের আবদুল্লা আরিফ ও সিঙ্গাপুরের জুলিয়ান মার্ক।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ।  টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার ১৮টি দেশ।

বাংলাদেশ ছাড়াও অন্য দেশগুলো হচ্ছে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, চাইনিজ তাইপে, সৌদি আরব, ফিলিস্তিন, আফগানিস্তান, লেবানন, থাইলান্ড, ইরান, দক্ষিন কোরিয়া ও স্বাগতিক মালদ্বীপ।