তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে কে এম স্পোর্টিং ক্লাবের জয়

চট্টগ্রামে সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে নবাগত কে এম স্পোর্টিং ক্লাব।  বুধবার (১২ জুলাই )এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬ উইকেটে ডবলমুরিং ক্লাবকে হারিয়েছে।  টসে হেরে প্রথমে ব্যাট করে ডবলমুরিং ক্লাব ৪৭ ওভারে ১০৭ রানে অলআউট হয়।  জবাবে কে এম স্পোর্টিং ক্লাব ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

ডবলমুুরিং ক্লাবের ইনিংসে জাহিন ইবনে আজাদের অপরাজিত ৯৬ রান ছাড়া বাকিদের মধ্যে কেউই সুবিধে করতে পারেনি।  অন্যদের মধ্যে রবীন দাশ গুপ্ত (১৩) ও বোরহানউদ্দিন চৌধুরী (১১) দু-অংকের রান করেন।  কে এম স্পোর্টিং ক্লাবের সফল বোলার জুয়েল উদ্দিন ২০ রানে ৫টি এবং আসিফ হোসেন ১২ রানে ৩উইকেট দখল করেন।

কে এম স্পোর্টিং ক্লাবের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন জাহেদুল ইসলাম রকিব।  অন্যানের মধ্যে হাসিবুল হাসান ১৯, ইরফাত বিন শান্ত ১৭ ও আওসাফ হোসেন অপরাজিত ১৫ রান করেন।  ডবলমুরিং ক্লাবের হয়ে, আবরারুল হক মাহি ২টি এবং খালেদ উদ্দিন ও আহনাফ চৌধুরী নাফি ১টি করে উইকেট দখল করেন।

এদিকে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে একই লিগের কাস্টমস স্পোর্টস ক্লাব ও সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যেকার খেলাটি পিচ ও আউট ফিল্ড ভেজা থাকার কারণে অনুষ্ঠিত হতে পারেনি।  খেলাটি বডিলি শিফট হয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।  এছাড়া আজ এম এ আজিজ স্টেডিয়ামে আগ্রাবাদ নওজেয়ান ও গ্রীণ বাকলিয়া একাদশ মুখোমুখি হবে।