তুমি পাকিস্তানের হিরো: ইবতিশামকে ইমরান

লংমার্চে অল্পের জন্য় প্রাণে রক্ষা পাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হামলাকারীকে যিনি ধরেছিলেন সেই যুবক ইবতিশামকে ‘হিরো’ বলে সম্মোধন করলেন ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে আজাদি মিছিল চলার সময় হামলা চলে ইমরানের ওপর।  একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করা হয় ইমরান খান ও তার পাশে দাঁড়িয়ে থাকা তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের ওপর।  প্রাণে রক্ষা পেলেও চারটি গুলি লাগে ইমরান খানের ডান পায়ে।  সঙ্গে সঙ্গেই তাকে লাহোরের একটি হাসপাতালে নেওয়া হয়।  সেখানে অস্ত্রোপচার হয়।

শুক্রবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যমকে ইমরান খান বলেন, খোদা আমায় দ্বিতীয় জীবন দিয়েছেন।  তার জন্য অশেষ ধন্যবাদ।

খালিজ টাইমস জানায়, হামলাকারীকে ধরেছিলেন ইবতিশাম।  এরপর ইমরানের সঙ্গে দেখা করেন তিনি।  এ সময় ইমরান খান বলেন, ‘তুমি পাকিস্তানের হিরো।  অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছ।  আমার এটা খুব ভালো লেগেছে।’

হামলার দিন ইবতিশাম যে জামা পরেছিলেন, ইমরানের সঙ্গে দেখা করার দিন তা সঙ্গে এনেছিলেন।  ইমরান খান সেই শার্টে স্বাক্ষরও করেন।

হামলার দিনের একটি ভিডিওতে দেখা গেছে, বন্দুক উঁচিয়ে গুলি চালাচ্ছে হামলাকারী।  ওই সময় পেছন থেকে আততায়ীর হাত চেপে ধরে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছেন ইবতিশাম।