হাটহাজারীর তিন ভাই হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার আসামির নাম আবুল কালাম চৌধুরী (৭০)। তিনি হাটহাজারীর চারিয়া কাজী পাড়া গ্রামের মৃত আবদুল লতিফ চৌধুরীর ছেলে।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৬ মে হাটহাজারীর চারিয়া কাজীপাড়া গ্রামে জায়গা-জমি বিরোধের জেরে গুলিবর্ষণ ও কিরিচ দিয়ে আবুল কাশেম, আবুশ ও বাদশা নামের তিন ভাইকে হত্যা করা হয়। আবুল কালাম চৌধুরী সহযোগী কয়েকজনকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটান। এ ঘটনায় নিহতদের ভাই বাদী হয়ে ২০ জনকে আসামি করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে চলে যান পাহাড়ে। এ ঘটনায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। আবুল কালাম চৌধুরী ওই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। ২০০৩ সালে ওই ঘটনার সময় তার বয়স ছিল ৫০ বছর। বর্তমানে তার বয়স ৭০ বছর।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, হাটহাজারীর ওই ত্রিপল মার্ডার মামলায় আবুল কালাম চৌধুরীর যাবজ্জীবন সাজা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।