তিন ধাপ এগোলো বাংলাদেশ

ফিফা র‌্যাংকিং

অনেকদিন পর র‌্যাংকিংয়ে উন্নতি দেখা পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।  তিন ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৯তম।

গত বছর থেকেই র‌্যাংকিংয়ে ১৯২তে ছিল বাংলাদেশ।  গত এক বছরে খুব একটা সাফল্য ধরা দেয়নি।  তবে সাফ চ্যাম্পিয়নশিপে দেখা যায় অন্যরকম এক বাংলাদেশকে।

১৪ বছর পর দক্ষিণ এশিয়ার মঞ্চে সেমিফাইনাল খেলার স্বাদ পান জামাল ভূঁইয়ারা।  ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স নজর কেড়েছে বেশ।  সেই পারফরম্যান্সের সুবাধে ২.৯৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের খাতায়।  যেটা এখন দাঁড়িয়েছে ৮৯২.৪৪-এ।

তবে র‌্যাংকিংয়ের সেরা দশে কোনো পরিবর্তন আসেনি।  আগের মতোই সিংহাসন দখলে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।  দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড।