শরিফুলের ব্রেক থ্রু, সঙ্গে এবাদত হোসেনের জোড়া উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাব দিতে নেমে ৩৫ রানেই ৩ উইকেট হারিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। এই ৩৫ রানেই মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা।
আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি ২ রানে অপরাজিত আছেন। টাইগার পেসার এবাদত হোসেন ২টি ও শরিফুল ইসলাম ১ উইকেট পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুন) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিনের খেলা শুরু করে সাত ওভার ব্যাটিং করে মাত্র ২০ রান যোগ করতেই অলআউট হয়ে যায় টাইগাররা। আফগান পেসার নাজিত মাসুদ একাই পাঁচ উইকেট নেন।
এর আগে দিনের শুরুতে আফগানিস্তানের পেসে কেঁপেছে বাংলাদেশ। গতকাল ৪১ রানে দিনের খেলা শেষ করেছিলেন মুশফিকুর রহিম, মিরাজ অপরাজিত ছিলেন ৪৩ রানে। দুজন ফিফটির কাছাকাছি থাকলেও ফিফটি পাননি একজনও। আফগানিস্তানের অভিষিক্ত পেসার নিজাত মাসুদ ও ইয়ামিন আহমেদজায়ের বিপক্ষে সকালে স্রেফ উড়ে গেছে বাংলাদেশের মিডল-লোয়ার আর্ডার।
আজ শুরুতেই মিরাজকে ফেরান ইয়ামিন আহমেদজাই। ইয়ামিনের বলে চালিয়ে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে আমির হামজার দুর্দান্ত এক ক্যাচ হয়েছেন মিরাজ। ফিরেছেন ৪৮ রানে।
পরের ওভাবেই ফিরেছেন মুশফিক। নাজিত মাসুদের সু্ইং বলে স্লিপে ক্যাচ দিয়েছেন মুশফিক। ফেরার আগে ৭৬ বল খেলে ৪টি চারের সাহায্যে ৪৭ রান করেছেন।
এই দুজন ফেরার পর বাংলাদেশের শেষ চার ব্যাটারের একজনও দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। পাঁচ উইকেটে ৩৬২ রানে দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ৩৮২ রানেই। আফগানিস্তানের হয়ে নিজাত মাসুদ ১৬ ওভারে ৭৬ রানে পাঁচ উইকেট নিয়েছেন। ৩৯ রানে দুই উইকেট নিয়েছেন ইয়ামিন আহমেদজাই।
এমএফ