তায়কোয়ান্দোতে দুই পদক

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সিওংনাম বিশ্ব তায়কোয়ান্দো হামাদাং প্রতিযোগিতায় একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।  সিউলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জুনিয়র হাইজাম্প ব্রিকিংয়ে ফাতিয়া তৈয়্যিবা রুপা ও জুনিয়র লং জাম্প ব্রিকিংয়ে শাহামাত সায়ফান আহনাফ ব্রোঞ্জ পদক জিতেছেন।

তায়কোয়ান্দো প্রায় নিয়মিতভাবে আন্তর্জাতিক পদক জেতে।  তবে এই পদককে গুরুত্বের বিবেচনায় এগিয়ে রাখলেন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।  দক্ষিণ কোরিয়া থেকে ফিরে তিনি বলেন, ‘আমাদের দেশের জন্য এখন পর্যন্ত এটা বড় এবং সেরা অর্জন। ’