তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৫

ভারতের তামিলনাড়ুতে দুটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৯০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জুন) তামিলনাড়ুর কুদ্দালোর জেলাতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, এম আঙ্গলামানি (৩৩), কে মুরুগান (৫০), এস সেনুভাসন (৫০), পি ধনপাল (৬০) ) ভি নটরাজ (৮০)। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতদের পুদুচেরির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতদের পুদুচেরির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চে স্থানান্তর করা হয়।

কুদ্দালোর পুলিশ অফিসার আর রাজারাম এনডিটিভিকে বলেন, দুটি বাসের মধ্যে একটির টায়ার ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে দিক পরিবর্তন করে বাসটি ডানদিকে চলে যায়। এ সময় রাস্তার অন্যদিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি বলেন, বাস দুটির মধ্যে একটি তিরুভান্নামালাইয়ের দিকে যাচ্ছিল এবং অন্যবাসটি উল্টাদিক থেকে পানরুতি থেকে আসছিল। দুটি বাসেরই চালক ঘটনাস্থলে মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের উদ্ধার করে জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহতদের পুদুচেরির জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল রিসার্চে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং গুরুতর আহতদের ৫০ হাজার এবং কম আহতদের ২৫ হাজার করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও আহতদের ভালো চিকিৎসা দেয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য দুই মন্ত্রীকে নিযুক্ত করেছেন এমকে স্ট্যালিন।

এমএইচএফ