তাপসের সঙ্গে তাল মিলিয়ে গাইলেন স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।  ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন তিনি ।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে  ঢাকায় নেমে গানবাংলা টেলিভিশনে এসে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে দিলেন আড্ডা ও পিয়ানোতে তাল মিলিয়ে গাইলেন গান।

এ আড্ডার কিছু মুহূর্ত তাপসের ফেসবুক ওয়ালে দেখা গেছে।  এতে দেখা যাচ্ছে স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, ‘না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাব না, যাব না’ গানটি।

তাপসের সঙ্গে সুরে মগ্ন মুহূর্তটি দেখে অনেকের মনে হতেই পারে হয়তো গানই গাইতে এসেছেন স্বস্তিকা।  যারা জানেন না স্বস্তিকা গাইতেও জানেন তাদের জন্য বিষয়টি চমক হিসেবে থাকছে।

মূলত, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বস্তিকা অভিনীত সিনেমা ‘বিজয়ার পরে’ প্রদর্শিত হচ্ছে।  সেটার জন্যই তার হঠাৎ আগমন।  দর্শকের সঙ্গে বসে ছবিটি দেখবেন, তাদের সঙ্গে বিনিময় করবেন ভাবনাও।

উল্লেখ্য, রবীন্দ্রনাথের একাধিক গান কণ্ঠে তুলেছিলেন স্বস্তিকা। গেয়েছেন কিছু চলচ্চিত্রেও।