তাইওয়ান প্রণালীর চারপাশে চীনের সামরিক মহড়া

তাইওয়ান প্রণালীর চারপাশে আবারও সামরিক মহড়া চালিয়েছে চীন।

রোববার (৮ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে চীনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।  এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় মহড়া।

রোববার রাতে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী তাইওয়ানের চারপাশে সাগর ও আকাশপথে একইসঙ্গে যুদ্ধপূর্ব প্রস্তুতি এবং যুদ্ধকালীন সম্ভাব্য সামরিক পদক্ষেপের মহড়া চালিয়েছে।  স্থলভাগ ও সাগরপথে হামলাকে প্রাধান্য দিয়ে এ মহড়া চালানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বহিরাগত শক্তি ও তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর উসকানিমূলক কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রতিহত করার সক্ষমতা যাচাই করতেই এ মহড়া।

সামরিক এ মহড়া নিয়ে সোমবার (৯ জানুয়ারি) কঠোর নিন্দা জানিয়েছে তাইওয়ান।  তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের দাবি, তাইওয়ান প্রণালীতে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখা চীন ও তাইওয়ান দুই পক্ষের জন্যই জরুরি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২৪ ঘণ্টায় তাইওয়ানের চারপাশে কার্যক্রম চালানো ৫৭টি চীনা উড়োজাহাজ ও ৪টি নৌজাহাজ শনাক্ত করেছে তারা।  এরমধ্যে ২৮টি উড়োজাহাজ তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ে।