ঢাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ১৬৫ নম্বর কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।  বিষয়টি জানতে পেরে হল প্রশাসন পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, এটি একটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওই শিক্ষার্থীর নাম মঞ্জুরুল ইসলাম।  সে বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।  তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, হল প্রভোস্টের মাধ্যমে বিষয়টি আমি জানতে পেরেছি।