ঢাবির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত চবি, চলবে বিশেষ ট্রেন

তিন ইউনিটে পরীক্ষার্থী ২৫ হাজার ১৫৫

শনিবার (৬ মে) থেকে বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। গত বছরের ন্যায় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হবে ভর্তি পরীক্ষা। এর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে চবি প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরিবহনে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে। চবি প্রক্টর নুরুল আজিম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিনটি ইউনিট মিলিয়ে এবার পরীক্ষা দেবেন ২৫ হাজার ১৫৫ জন শিক্ষার্থী। ৯ হাজার ৮৩৩ জন কলা, আইন ও সমাজ বিজ্ঞান ইউনিটে, ১০ হাজার ২৭ জন বিজ্ঞান ইউনিটে ও ৫ হাজার ২৯৫ জন ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। রুটিন অনুযায়ী আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

চবি প্রক্টর জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে ৬, ১২ ও ১৩ মে তিনদিন চলবে বিশেষ ট্রেন। দিনে চার বার শাটল ট্রেন নগরীর পুরাতন রেলস্টেশন থেকে চবি স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। পুরাতন রেলস্টেশন থেকে শাটল ট্রেন সকাল ৭ টা ৫০মিনিট, সকাল পৌনে ৯ টা, বেলা সাড়ে ৩ টা ও রাত ৮ টায় ছেড়ে যাবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় থেকে দুপুর দেড়টা, সোয়া ২ টা, বিকেল পৌনে ৫ টা এবং রাত সাড়ে ৯ টায় ছেড়ে যাবে।